AM STUDIO

VIEW INSTALLATION IMAGES

21. CONCRETE KOTHA

সময়টা ছিল নির্ভীক রঙের।

সকাল গড়িয়ে রাত হতে দেখতাম প্রতিনিয়ত। টিউব কলের জলে তেষ্টা মিটতে দেখেছি, ফিলামেন্টর আলে আলাপ পোয়াতো রোদ্দুরের সঙ্গে জানলার খড়খড়ির ফাঁক দিয়ে উঁকি মরে।

নিরিবিলি দুপুর ঘুমিয়ে পড়লে গলি ভরা কচিকাঁচাদের গলা আহ্বান জানাতো ল্যাম্পপোস্টের হলুদ টিম টিমে আলোকে। আমি ছিলাম সেদিন, দেখেছি সবটা।

দেখতো আমার সাথে আমার বন্ধু গুলোও, বহু বছর পথ হেঁটেছি যে আমরা হাতে হাত দিয়ে।

হেঁটেছি আর গিলেছি এই শহরের ছবিগুলোর পাল্টে যাওয়াকে। নির্ভেজাল হার মেনেছে জটিলতার কাছে,

মানবিকতায় ভরপুর যত্ন ক্রমাগত আঘাত পেয়েছে লোভ চালিত যান্ত্রিক ক্রীতদাসদের হাতে।

হ্যাঁরে, তোরা হাঁফাস না? ধ্বংস দিয়ে মাখা ভাত খেতে ভালোবাসিস বুঝি?

Facebook
Twitter
WhatsApp
Email
LinkedIn
Pinterest
Scroll to Top