AM STUDIO

EVERYTHING ON

RACONTEURS SEASON 2 - ফাঁদ/ TRAP EPISODE 1

T

CONCEPT NOTE

SOCIETY, indeed a crazy breed, as we hike along with a massive dearth of contentment, liabilities, and sensibilities and make inroads into the deep craters of hollows.

The bully of the hour may well be our boundless appetite and craving, which dismiss terms like necessity and requirement; the lusty character often culminates in a plethora of misjudgements and sequences of missed chances, making us human beings mere dolls in a puppet show performing in the hands of their merciless masters. So who’s the master? May be a second self we have given birth to??

It’s indeed ironic how we have steadily transformed ourselves into breathing products of materiality and surface, one ponders.

Isn’t it funny how this disguised second self in us, made of greed, savagery, disregard, and perhaps egotistical forms of existence, persistently darkens our mind, heart, brain, and even body? Do we open introspective spaces to extensively realise this?? Do we try to construct sovereign roads to subjugate the issue?? Or do we repeatedly get controlled by this delusional self??

One feels that the stunts and glitters of time absorb us beyond the realms of practicality. Would it be appropriate to refer to ourselves as independent?

Somehow, we comfortably oversee the fulfilments on hand. In the process, do we show ignorance towards weaving the moral fabric that ‘WE’ as a society need? Missing out on bonding with broader spaces like freedom, solace, introspection, and perhaps more such spaces?? Can we righteously identify our necessities and requirements??

Adhering to these self-inventive times, decimating principles, ideologies, and simplicity, are we convicts of this brawl between necessity and luxury that inwardly drains us, making us lonely and miserable breeds of souls?? It feels as if rationality and wisdom of thought, along with the nourishment of our judgements, have long been on trial.

One contemplates that ‘Life’ is a fabric we have collectively voiced and woven.

And in that case, the question that often invades my mind is:

Are we resolutely part of the fabric??

Or

Are we trapped by the fabric??

– Ayan Mukherjee

TRAP

The way we kill, for the love of me.

The way we cut, for the love of fall.

The time we wound,

and get sloshed in desire.

 

The lament of greed never falls asleep.

The passion for deceit dresses all the way

while the fabric

smell the stains,

of fantasy and blood.

 

When the ghost of peace

Looks for a snoring trip

And the crumbling principles

softens in the lap of terror.

 

We burn the senses together,

and nature laughs

at a decked-up demise.

 

The breath of emptiness, a peaceful riot

Victory is ours,

When the yardstick is a trickster,

and the judge, under trial.

 

The spineless murder,

The dictator in us

While time takes a pause

for a drink

of indulgence.

 

A ravishing rape

and we trash the mistakes.

and triumph

Again..

 

Relax in the cage.

Our decorated desire

and look ahead to the next life.

to come back and eat

The last waste.

 

 

Let’s ban the feeling called ‘US’

and gulp the food alone.

We vomit with pride.

When there’s no need

Of cleaning the trash…

 

The hour calls for domination

and apology irritates

The prison walls get lifted in delight.

Tomorrow, get decimated, today…

 

The questions keep piling up.

The answers swim with the clouds.

We rest in peace.

under the shade of lies

trying to delete

Death…

 

The demonstrations of demolition

must prevail

till we bang

The last nail…

Ayan Mukherjee

ফাঁদ/ TRAP

আমরা যেন এক আজব উন্মাদনার উৎসবে মেতে আছি। এক দায়-দায়িত্বহীন, উদাসীন ও অবশ মন নিয়ে এক নিকষ কালো অতল গহবরের দিকে ছুটে চলেছি অনবরত।

এই দুঃসময়ের মাঝে সবচেয়ে বড় দানব হয়ে দাঁড়িয়ে আছে আমাদের নিরন্তর অতৃপ্ত বাসনাগুলো ও লোভগুলো, আর এর কাছে আমাদের মৌলিক চাহিদাগুলো প্রতিনয়তই তুচ্ছে প্রমাণিত হচ্ছে। আমরা যেন এই এই লোলুপ-নিষ্ঠূর দানবের হাতের নাচিয়ে পুতুল। আমাদের এই দিকভ্রান্ত মন তার হাতে বাঁধা সূতো। তার ইশারায় আমরা নাচ্ছি তো নাচছিই। এই দানব আসলে কে? আমদেরই এক দ্বিতীয় স্বত্বা নয় তো?

আজ আমরা অতি যত্নে আমাদের ভোগবাদী আর নিজেদের দেখনদারী মানসিকতাগুলোকে মূল চরিত্রিক বৈশিষ্টে পরিণত করে নিজেরাই পরিহাসের বিষয় হয়ে উঠেছি। মজার কথা হল, আমাদের এই দ্বিতীয় সত্বা আমাদের মধ্যেই লুকিয়ে আছে। লোভ, অবহেলা, বর্বরতা, হয়তো আমাদের অস্তিত্বের অহঙ্কার এই সব কিছুই তাকে দানবীয় বানিয়েছে, অথবা আমাদের মনে, হৃদয়ে, মস্তিস্কে, এমনকি দেহেও তৈরি করে ফেলেছে এক অন্ধকার কোণ, যেখানে এই দানব আহ্লাদে লালিত হচ্ছে। আমরা কি সেটা উপলব্ধি করেছি? আমরা কি ওই স্বত্বার অস্তিত্ব অনুভব করছি? আমরা কি কখনো এই দানব টাকে আয়ত্তে আনার চেষ্টা করি- একাগ্রমণে, নিবিষ্টমনে, কায়মন চিত্তে?  না কি আমরা এই দ্বিতীয় স্বত্বার হাতেই নিজের নিয়ন্ত্রণ তুলে দিতে চাই?

আজ মনে হয় সময়ের চাকচিক্য আর ভেলকিবাজী গুলো আমাদের বাস্তব জগৎ টা কে ক্রমশ শুষেছে। সত্যিই কি আজ আমরা স্বাধীন?

আমরা যেন শুধু সাময়িক সন্তুষ্টি নিয়েই বাঁচতে চাইছি। এটা করতে গিয়ে কি আমাদের নৈতিকতা আমাদের সমাজের বুনট থেকে আলগা করে ফেলছি? স্বাধীনতা, স্বান্তনা, আত্ম-জিজ্ঞাসার মত মানবিক চাহিদা গুলো ক্রমশ হারিয়ে যাচ্ছে না তো? কোন টি আমাদের জন্য অপরিহার্য আর কোন টি নেহাতই প্রয়োজন মাত্র তার মধ্যে তফাত কি আমরা সত্যিই করতে শিখেছি? 

এই আত্ম-নির্মাণের যুগে, যখন আমরা আমাদের নীতি, আদর্শ এবং সরলতাকে ত্যাগ করছি, তখন কি আমরা প্রয়োজন ও বিলাসিতার মধ্যে এক অবিরাম সংঘর্ষের শিকার হয়ে উঠছি? এমন এক সংগ্রাম, যা আমাদের অভ্যন্তরীণভাবে শূন্য করে দিয়েছে, আমাদের নিঃসঙ্গ ও বিষন্ন করে তুলছে? মনে হয় যেন যুক্তি এবং প্রজ্ঞা, সাথে আমাদের বিচার-বুদ্ধিকে সর্বোতভাবে আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে।

তাই মনে হয়, “জীবন” হল এক বড় জাল যা আমরা ক্রমাগত বুনেই চলেছি।

তাহলে,

আমরা কি এই বুনটের অংশ,

নাকি

আমরা এই বুনটের ফাঁদে আটকা?

ফাঁদ/ TRAP

চাহিদার ক্ষিদে,

যখন অবিরত ডঙ্কা বাজায়,

ঔদ্ধর্ত্যের লেপের নীচে

শৃঙ্খলা হয়ে ওঠে

আপোষ।

 

আকাঙ্খায় পোড়ে

মনুষ্যত্বে মাখা রূপকথার পাতা গুলো

বোধবুদ্ধি ক্রমাগত প্রয়োজন হারায়

প্রকৃতির চোখের জল গিলে

তান্ডবে বেশ বেঁচে থাকা যায়।

 

দংশিত হয় সত্তা,

মানবতা পুড়ে ছাই চুলোতে

ভেঙ্গে ফেলি হ্যাঁচকা টানে

বৃদ্ধমুখি গাছ গুলোকে।

 

ক্ষমতার ঘেরাটোপে

আকাল পরে ভাবনা দশের

গ্রাস করি খাবার একাই

বমি হলে গর্বের খুব

তাতে আর কি যায় আসে।

 

পালন হয় দম্ভের আদেশ

অনুতাপ চরায় মেজাজ

কারাগার দেওয়াল তোলে

অর্ধরাতে পাথর ভেঙে

কাল রোজ বিলিন হয় আজ।

 

অর্থের খাঁচায় বসে

ছলনায় রঙীন সেজে

নিশ্চিত করি আরেক জীবন

বাকি কত নষ্ট গিলি

বারবার ফিরে এসে।

 

একনায়কদের মিছিল ঠেলে

সময় এখন ভোগ বিলাশী

যেদিন নৈতিকতার পাজর ভাঙে

ইতিহাস সেদিন হাঁটে একাকী।

 

প্রশ্নগুলো জমছে জমুক

উত্তর সব জঞ্জালে যাক

জুলুমের ছায়ার তলায়

চারণ করি মৃত্যুর আওয়াজ।

 

বৈধ করি দলিল লিখে

মুঠোয় রাঙ্গা জগৎটাকে

ধ্বংসের পালা চলছে চলুক

যত দিন চলবে মোদের।

অয়ন মুখার্জ্জী

Scroll to Top