- 7th July – 31th July 2023
28. WHEN DID BITCH BECOME A BAD WORD – CHAPTER 2
হোয়েন ডিড বিচ্ (Bitch) বিক্যাম এ ব্যাড ওয়ার্ড
দ্বিতীয় পর্ব
কালী অ্যান্ড দা ফাইটব্যাকস্
বিচ্ (Bitch) আদপেই একটি শালীন শব্দ
এই প্রজেক্ট আমাদের দৈনন্দিন আলাপ আলোচনা’র মধ্য দিয়ে বেড়ে উঠছিলো। প্রজেক্টের দ্বিতীয় অধ্যায়ে’র শুরুতে আমাদের যা ভাবনা ছিলো তার থেকে মূল ভাবনা’র অনেকটাই প্রসারণ ঘটেছে।আমি সাধারণত অত্যন্ত সজ্ঞালব্ধ ভাবে নিজের কাজ করে থাকি, কোন বিষয়ের ওপর আমার তাৎক্ষণিক’যে প্রতিক্রিয়া হয় সেটাই আমার শিল্পচর্চাকে এগিয়ে নিয়ে চলে।অয়ন মুখার্জি এবং আমি দুজনেই সিদ্ধান্ত নিলাম, এই প্রজেক্টের ক্ষেত্রে আমরা স্টুডিওর ভেতর এবং বাইরের সব দেওয়ালে রঙ নীল করবো (এই প্রজেক্টের প্রথম অধ্যায়ে আমরা দেওয়ালের রঙ গোলাপি (পিঙ্ক) করেছিলাম, কারণ মাতৃগর্ভে’র রঙ হল পিঙ্ক, আদপে পিঙ্ক হলএকটি নারীবাদী রঙ)।আমি ব্যক্তিগত ভাবে এই নীল রঙের জন্য অত্যন্ত খুশি কারন এটা বাংলার চিরন্তনী শ্যামা কালীর দেহের বর্ণ।
কালী’র বিষয় হিসাবে আমারা এখানে ছোট ছোট নরমুণ্ড এবং লাল জিভ রাখার সিদ্ধান্ত নিলাম। একই সাথে কালী আরাধনায় ব্যবহৃত নৈবেদ্য গুলো দিয়েই আমরা আমাদের দর্শকদের আপ্যায়নের সিদ্ধান্ত নিলাম। আমরা কালীর প্রাণশক্তি’র দ্বারা সকল অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে বিচ্ (bitch) শব্দটির প্রতি ন্যায্যতা প্রতিপাদন করে একটি শালীন শব্দে উপনীত করার প্রচেষ্টা করেছি।