AM STUDIO

EVERYTHING ON

Ephemera

E

CONCEPT NOTE

যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে,

শুধুই ফসল ফলায়, ঘাম ঝড়ায় মাঠে প্রান্তরে

তখন ভালো লাগে না, লাগে না কোন কিছুই

 

মহীনের ঘোড়াগুলি (Mohiner Ghoraguli)

 

In our day-to-day interactions and exchanges, we often use the sound or word “EEYE” in place of something that we have forgotten.

In the light of this exhibition, for whom has the word “Eeye” been used?

Who are they?

Do they belong to that marginalized breed of human flesh and blood that does not leave a mark of their existence on the billboards of the society? Nameless and casteless, this ignored or cornered class has always been kept under our reigns, barred from societal acceptance. However, they have always played a vital role in organising the dire necessities of our daily lives. These hardworking beings with their silent footsteps have been creating the foundation on which we exist for ages now.

This society has a section of rich, egoistic, and authoritative people who have always been negligent towards these “eeye” beings and pushed them to darkness while standing on the stage the latter have created, singing unrighteous and flamboyant praises about themselves and their opulence.

What kind of a society is this?? Don’t we hesitate to rob off the existence of those beings who serve as the backbones of our society? There are many among us who are indulged in wearing the crown themselves, but those who perspire from head to toe win over death to provide us with a stable and steady lifestyle while losing themselves in the process. Their pockets always echo emptiness. Their unanimous cries and their voices hardly ever reach our ears. Their tales always gets obliviated from the pages of history, yet “Only they paddle the boat, only they hold the radar.”

These Eeye” people always sigh quietly in the dark alleys of our society.

Pradip Patra is one such person who has grown up among these “eeye” people. Naturally, he considers himself to be one of them. These people are close to his heart; these people are his kin. The odour of their sweat, everlasting hunger, shelter less abode, selfless hard work—all these are rather familiar territories of Pradip’s life.

 

Ayan Mukherjee

Curator

ইয়ে….Nobody

যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে,

শুধুই ফসল ফলায়, ঘাম ঝড়ায় মাঠে প্রান্তরে

তখন ভালো লাগে না, লাগে না কোন কিছুই

মহীনের ঘোড়াগুলি (Mohiner Ghoraguli)

 

আমাদের পারস্পরিক কথাবার্তার দৈনন্দিন আদান-প্রদানের ক্ষেত্রে আমরা অনেক সময় ভুলে যাওয়া কোনো কিছুর পরিবর্তে ‘ইয়ে শব্দটা ব্যবহার করে থাকি।

এই প্রদর্শনীর ভাবনার প্রেক্ষাপটেইয়েশব্দটি কাদের জন্যে ব্যবহার করা হয়েছে? এরা কারা???

এরা কি সেই গোষ্ঠীর মানুষ যাদের কোনো অস্তিত্বের দাগ নেই আমাদের জীবনের মানচিত্রে?? নাম গোত্রহীন, এই  কোনঠাসা ইয়ে গোষ্ঠীর দলকে আমরা পদদলিত করে রাখি সমাজের তথাকথিত লোকচক্ষুর অন্তরালে। এরাই অথচ আমাদের অন্ন বস্ত্র বাসস্থানের মূল ব্যবস্থা করে চলেছ যুগেযুগে, এইসব কর্মযোগী পরিশ্রমী  মানুষেরা তাদের নীরব পদধ্বনির দ্বারা সমাজের ভিত ও কাঠামো গড়ে তোলে।

এই সমাজের এক অংশের কিছু অর্থ অহংকারী স্বেচ্ছাচারী মানুষ এই ‘ইয়ে’ নামক প্রাণ গুলোকে একটা উপেক্ষিত অন্ধকার গহ্বরে ঠেলে দিয়ে তাদেরই তৈরী করা মঞ্চের উপর দাঁড়িয়ে নিরন্তর উচ্চস্বরে নিজেদের যশ ও খ্যাতি লাভের মিথ্যে জয়গান গেয়ে চলেছে।   কেমন সমাজ? যারা সমাজের মেরুদণ্ড তাদেরই সমূলে প্রতিনিয়ত উৎখাত করতে এতোটুকু দ্বিধা বোধ করিনা আমরা?? আমাদের মধ্যে অনেকেই নিজেদের মাথায় সম্রাটের মুকুট পড়াতে ব্যস্ত, অথচ যারা নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে ,মৃত্যু কে জয় করে আমাদের যাপনকে একটা দৃড় কাঠামোয় বাঁধতে নিজেদের উজাড় করে দেয় ,তাদের ঝুলি সর্বদা শূন্যতাতেই ভরে থাকে। তাদের কন্ঠস্বর কখনোই সমাজের কানে পৌঁছায়না। তাদের গল্প গুলো ইতিহাসের পাতা থেকে সর্বদাই হারিয়ে যায়, তবুও ‘এরাই টানে দাঁড়, ধরে থাকে হাল’।

এই ‘ইয়ে’ নামক মানুষগুলি চিরকালই যত্ন সহকারে নীরবে নিশ্বাস ফেলে সমাজের এক অন্ধকার কোণে।

চিত্রশিল্পী প্রদীপ পাত্র এই ‘ইয়ে’ নামক মানুষগুলোর মধ্যে থেকেই বেড়ে ওঠা একজন। স্বভাবত সে নিজেকে তাদেরই একজন মনে করে। এই মানুষ গুলো প্রদীপের মনের মানুষ , এই মানুষ গুলো প্রদীপের আপনজন। এদের ঘামের গন্ধ, ক্ষুদার্ত দিনযাপন, মাথার উপর ছাদহীন দৈনন্দিন বসবাস, তাদের নিঃসার্থ কর্মযজ্ঞ এই সবগুলোই প্রদীপের খুব চেনা।

অয়ন মুখার্জ্জী

কিউরেটর

if they had a voice…

1

Are they the moon or the stain?

Are they ashes or fire?

Are they a drop or a wave?

Are they peace?

Or

Are they the pulse?

Of a living hell!!

Who would know them?

Where do they come from?

Who would tell them?

Who are they?

2

In search,

For a shoulder

As tears

Of bricks and wounds

And the smell of our mockery

Rolls down the faces

All night long…

Who do they look for??

While they are abandoned

Lost

On the way

Of an unnamed road!!

3

Time that fails to loose

Time that dresses,

Time that escapes our memory,

Rallies along

Hand in hand

With our hidings and suppressions

We may call for their help, 

To make more time

Which could also confess???

4

Their Regeneration,

Their Redemption,

Their Retrospection,

Thirsts to hear

The division bell

That we might wish to ring someday??

After the dark

After the bothered nights,

To sing along

With them,

The Song of Songs

The song of their survival…

5

Come as you are,

To howl, to expound the

Parody songs on their existence

Which we compose

While, they sustain

With the hunger of fuming

Like a clear stream

Which reasons,

Their old enemy

The tide of time…

6

Come on now,

Let us all light the fire.

With all our fallacies

The indifferences

Gone

With the wind

And

Out of the fabric

Rotten due to lack of cold!!

7

The tattered streets

Which has no name?

Often murmurs their non-identity

Without a drop of paradox

And

Manifests their muted presence

The fearless in them,

Shall again reveal the sun

While,

The hollows in us

Would dress the gown of

Deceit and distortions

Yet again and again and again!

8

Would we again deny?

The ‘Aides of March’??

We may crumble once more.

Just like ‘Brutus’ once did!!!

9

And they wait for a morning

When the sun would unleash

To wash away the rain

Help them conquer.

Their inhibitions,

Their stammerings

And

Light them out,

Off the corner

10

There may be a long rain

And the city may taste flood,

And more flood,

An awakened ball of fire

May rise

From the marginalized

Land

To haunt, to burst out

To drown the time!!

And crown  

A name

They require…

We must keep the clock awake!!!

Ayan Mukherjee

Scroll to Top