OPEN SPACE
পরাজিত বাহিনী
অয়ন মুখার্জ্জী
(১)
যোগ বিয়োগের উদযাপন
অহেতুক হাতড়ায়
ধিকি ধিকি
স্মৃতিদের উষ্ণতায়।
(২)
মুছে যায় সময়
মুছে যায় অবলম্বন
খসে পড়ে মুহূর্তরা।
(৩)
এক ঘর তীব্র অন্ধকার,
চার দেওয়াল বিষণ্ণ
সরিয়ে রাখা প্রাক্তনীরা
তাদের নিসর্গ
তাদের অনুপস্থিতি।
(৪)
বদলের হাত ধরে
ঘুরে বেড়ায়, ওরা
নির্বাক কঙ্কালদের
গল্প শোনে।
ওরা অনুচ্চারিত
ওরা অবিচ্ছিন্ন,
জানি ওদের বিনাশ নেই,
জন্ম নেয় আজও,
মাটির বুক চিরে
সবুজ আশ্বাস হয়ে
ফিরে আসে ওরা
ফিরে আসে রোজ।
(৫)
অকারণের খোঁজে,
ধাববান, অশ্রুজলেরা
ঝরে পড়ে
শুকনো কুয়োয়
আসলে ওরা
কাঙাল হওয়ার সুযোগ খোঁজে
থতমত সময়ে,
এই থতমত সময়ে।
(৬)
গতকালের রোদ্দুর
হানা দেয় রোজ
রাক্ষসেরা যেমন
মেঘ গুলোকে খিমচায়
আঁচড়ায়,
নগন্য করে,
এসে আমার জানলায় হেলান দেয়
আমার ঘরে ঢোকে না।
এতো অভিমান
এতো রাগ
কেন? কেন?
বহু আগেই ওদের,
হেলায় হারিয়েছি আমি ।
আজও রক্ষা করছি ওদের,
আমার টাটকা প্রেমের
উপদ্রব থেকে।
(৭)
ওরা আমায় সঞ্চয় দিয়েছে,
আর আমি
দিয়েছি নিরিবিলির দেশ,
দিয়েছি কবিতার রহস্য
দিয়েছি ঠুমকো কদর
দিয়েছি অতীতের জ্বালা,
আর কিনেছি
অগাধ খেসারত।
(৮)
আমাকে ওরা হারায়না কখনো
আমি হারি, রোজ
নিঃসঙ্গ হই নিরন্তর
অস্তিত্বের রসিকতায়।
(৯)
জনহীনতার ক্রোধে,
শোকের যৌবনতার কোলে
নিশ্বাস ফেলে
আমার পরাজিত বাহিনীরা,
ওদের অবসরের পদধ্বনি,
ওদের হেরে যাওয়ার মুগ্ধতায়
রোজ অগোছালো আমি,
রোজ অলস আমি।
(১০)
আজ নির্বাক গিলে
হাহাকারে মেতে
গর্জনে বলা যাক
পরাজিত সেই বাহিনীকে
স্মৃতিতে থেকো
আওয়াজে থেকো
গন্ধে থেকো
স্পৃহায় থেকো
যুদ্ধের জাগরণে
অভয়ে থেকো
হাতে হাত রেখে
সঙ্গে হেঁটো
আমার… আমার…আমার…