AM STUDIO

EVERYTHING ON

সম্পত্তি?? Possession??

S

সম্পত্তি?? Possession??

সে নিশ্বাস ফেলে

আমাদের জীবনের কোন ব্যাখ্যায়??

সে কি আমাদের অন্তরাত্মার গভীরতাতে বিরাজ করতে পারে ??

 

সে কি নির্দিষ্ট??

নাকি আচ্ছনতায়  ভরপুর??

সে কি অটল?? নাকি সে

প্রতিনিয়ত নিজের আবাসন বদলায়??

সে কি প্রাচুর্য নাকি শুধুই ছলনা??

সে কি বাস্তবে আমাদের বাহন??

নাকি আমাদের লেখা এক কাল্পনিক চরিত্র??

 

আমরা কি জীবন দিয়ে তাকে আগলে রাখি??

আমাদের নিশ্বাসের পোষকতা দিয়ে তাকে বিস্তৃত করতে থাকি??

 

 

 

সে আমাদের অস্তিত্বের কোন অবলম্বনে বেঁচে থাকে??

জীবনে?  মরণে?  ব্যক্তিত্বে?  বিভ্রান্তিতে?  প্রয়োজনে?  চাহিদায়?  ভালোবাসায়?  লালসায়?  উদ্বেগে?  ভরসায়? নাকি অসারতায়?

 

 

যেন বহু বছর ধরে এই পৃথিবীর বুকে, এক অনিশ্চিত পথে হেঁটে চলেছি,

অনিশ্চয়তার রাজ্যে, গদ্যময় হয়ে ওঠে আমার পৃথিবী,

তাঁর বুক চিরে সন্ধান চালাই আমি,

সন্তুষ্টি, চিত্ততৃপ্তি, দুর্দশা, বিশৃঙ্খলতা, অশান্তি, ও ক্ষুধা,

প্ররোচনায় আমায় নির্ভেজাল সাথ দেয়…

 

হেরেও হারিনা আমি…

 

অনুসন্ধানের পথে থমকেছি বহুবার,

কাঠামোটা ধসে পরবে বলে মনে হয়েছে ক্রমাগত,

সেই পথ, আমাকে উপহার দিয়েছে ক্ষত, আরও গম্ভীর গ্লানি, এবং বিষন্নতা যা আমার

যাপন চিত্রে খোদাই করা থাকবে উজ্জ্বল ভাষায়…

 

হার মানিনি আমি,তবুও

 

গড়ে তুলেছি, শেষমেশ

সম্পত্তি আগলানোর কৃতদাস দের যত্ন করার কারখানা…

 

আমরা কি সেই উদ্দেশক মনের ঠিকানাটা

খোঁজার চেষ্টা করি কখনো??

সে যে নিরন্তর শাসিত হয় আমাদের অল্টার

সেল্ফের দ্বারা??

যে অল্টার সেল্ফ আশার ছলনায় মত্ত,

নির্বিকার এক আত্মকৃত বিজয় যাত্রার মিছিলে  স্লোগান দেয়…

 

আসলে কতটা নিজেদের চিনি আমরা?? কোন

আকারে অনুভব করি নিজেদের??

কতটা উপলব্ধি করতে পারি আমাদের আত্মাকে??

আমাদের মন?? আমাদের শরীর??

আমাদের শ্বাস প্রশ্বাসকে??

 

আমরা কি আদেও অধিকারি??

নাকি আসলে অধিকৃত??

অয়ন মুখার্জ্জী

সম্পত্তি?? Possession??

How does it prescribe itself?

How do ‘WE’ interpret it?

How well does it penetrate into our insights?

Is it definite or an ambiguity??

Is it consistent or transitory??

Is it our wealth or a burden??

Is it tangible, or is it our fantasy??

Do we breathe life into it??

Do we amplify it??

In what form does it survive??

life? death? identity? illusion? need? want? love? lust? anxiety? futility?

Trying to roll the ball hemming and hawing for a million years in the midst of persuasion, chaos, satisfaction, contentment, misery, turmoil, greed, triggered by glory, and trapped by the delusion, the quest seems to collapse every time.

The search streets often persuade us to consume all the hollows and pathos on the way and etch the irony of it all onto the fabric.

How well do we explore the conditioned alter self that presides over our minds, looking for triumph and rallying on, unfazed?

How well do we know ourselves?? Our psyche?? Our body?? Our breath??

Do we possess??

Are we possessed??

– Ayan Mukherjee

Scroll to Top