OPEN SPACE
আকারের খোঁজে
জলের উপর আকর কাটি
তৈরী করি যন্ত্র ও মানুষ
ক্রীতদাসেরা রাজা হয়ে ওঠে
তৈরী করে খাঁচায় বন্দী স্বর্গরাজ্যে।।
ইতিহাস আমায় প্রশ্ন করে,
আমি এ পাড়া ও পাড়া হেঁটে বেড়াই,
উত্তর খুঁজি
অনেক অনেক কাল ধরে।।
ক্ষুদার্ত নাগরিক আমি,
জবাব কেনাবেচা করি রোজ,
উচ্ছাসের গল্প গুলো খুঁজে খুঁজে পড়ি, তারা
চুপি চুপি হাসে আবার কুয়াশায় ঢেকে যায়।।
মিথ্যা রাত জেগে বসে থাকি,
প্রথম ভোরের আলো দেখা দেয় না,
তারা গুলো মাঝে মাঝে উঁকি মারে
আমি তখন ভোরের খোঁজে বেরোই।।
আমি রোজ জিতি, খানিক হারিও,
হাঁটবো বলে পা মাটিতে রাখি,
পাড়া পড়শীরা ঘুমিয়ে থাকে, স্বপ্ন দেখে
হাওয়ায় ভেসে মেঘ খোঁজে।।
ব্যাকরণ মানা প্রয়োজন সা-পা টিপে থাকে,
খোঁজের পিপাসায় আমি পাখিদের বাঁচাই,
তাদের উড়তে চাওয়ার ইচ্ছে আমায় মুক্তির গান শোনায়,
আর আহ্লাদ হৃদমাঝারে হাওয়ায় গা ভাসায়।।
ভালোবাসা ও আন্তরিক আমি,
তারের যন্ত্র বাজাই,
কিনি রোজ জলের আকার,
আঁকিও, নিমেষে নিরাকার হয়ে যায়।।
ফিরি আবার নির্ভেজাল বিছানায়,
যখন বালিশ ক্ষমা চায়
নদীর জলে গুণি রেখার আকৃতি গুলো,
সমুদ্র আমায় অবহেলায় ভাসায়।।
কালের যাত্রার ধ্বনি শুনতে চেয়েছি আমি,
উদ্দেশ্যের পথে হাঁটবো
গাঁটছড়া বাঁধবে সহজিয়া ও সাহসিকতা,
হাতড়াবে লোক দেখানো মানবিকতা।।
গ্রীষ্ম গিয়ে বর্ষা আসে,
চিনতে পারি মাটির সোঁদা গন্ধ,
মেঘ যেন গিলে ফেলে মর্চে পড়া সূর্যকে
পরের দিন সকাল, আবার সূর্য নমস্কার করি।।
ভাব ফেঁদেছি অনেক কিনা,
ফসল বটে ক্ষণিকের
আকাশ দেখেছি অনেক আমি,
গন্ধ খুঁজেছি রূপের।।
আমি কি আছি ? আমি কোথায় ?
আমি বেঁচে আছি কার কোলে?
নিশ্বাস নিচ্ছি রোজ খানিক,
এই বৃত্তে, এই জঙ্গলে।।
অয়ন মুখার্জী