AM STUDIO

OPEN SPACE

অন্তর ও বাহির

আল্লাদে অন্তর 
বাহিরে গ্রহণ 

যান্ত্রিক স্পর্শ
দৈনন্দিন ঝংকার
ক্রেতাদের উল্লাস ভূমি
আমাদের ঘর বাঁধার আশ্বাস। 

এক মুঠো একলা
ভিড়ে ধাক্কা খায়

সকাল বেলার রোদ্দুর নিঙড়িয়ে
আলোর আলাপ
ও বন্ধুপ্রীতি,
পড়ন্ত ভেজা বিকেল
অবাধ কোলাহলে
সন্ধ্যাপার।
হিমেল হাওয়ায় গভীর ঘুমের পাশে
আমাদের মলিন রাত্রি জাগরন। 

রোজ খুব কিনি ঘর
অভয়ে গড়ি 

বিজলীর অলিন্দ্যে বসে, কয়লা ভাঙি
উনুন জ্বালাই, আনকোরা
খিদে আর তৃষ্ণা
গায়ে মুখে আপোষ মাখে
বিমূর্ততার উঠান এ
লুটোপুটি খায়
ভরপেট ভোজন।

ভারি মায়াবী সংসারের স্মৃতিগুলো,
প্রাচীন পুরের বারোয়ারী ভোগ,
ঝলমলে জ্বলজ্বলে
খানিক একাকী। 

আলো মাখা উজ্জ্বল
বাতাসে লুকায়ে 

আমাদের রাজপথ,
জ্যোৎস্নাময়,
বহুমুখী সংলাপে মুখরিত
সারি সারি ঝকঝকে LED-র আলো
যন্ত্রপাতিদের পুনরুত্থান,
বাতাস তৈরীর আদিম নীতি মাখা
ফ্যান যন্ত্রের পাখনাগুলো,
স্পিকার ভরা প্রযুক্তি, কারিগরির আওয়াজ,
আর অভ্যন্তরীণ নিস্তব্ধতা। 

হাত পেতে রাখি রোজ
প্রাণ ধরা দেয় 

ওরা দল বেঁধে জন্ম নেয়,
প্রযুক্তির মাটি খুঁড়ে
পথের তলব, সময়ের দাবি
ওদের চাহিদার প্রেম ও প্রাপ্তির হাসি,
গর্জন করে, হামলে পড়ে
বসে বসে মুগ্ধ হই, বাহবা দি ওদের
আর কিছু অবসাদের রসিদ,
উঁকি মারে আসনের তলা থেকে। 

ভালো থেকো যন্ত্ররা
প্রযুক্তি ভালো থেকো
বেঁচে থাকুক প্রয়োজন
জমে উঠুক বেচা কেনা
গড়ে উঠুক রুজি রুটী,
শান্ত থাকুক আর্তনাদ। 

বাহিরের ঝলমল
অন্তর নিশি

রহস্যে রমরমা,
বাহিরের আস্ফালন,
অন্তরেই নিখোঁজ হোক,
খানিক বিষাদ, খানিক ঋণ,
খুব নিরালায়, নিভৃতে। 

আল্লাদে অন্তর
বাহিরে গ্রহণ 

এই দ্বৈত চর্যার কলসে
আমরা স্নেহ ঢেলে যাব রোজ
আড়ালে গড়ে উঠবে
অভিসার,
যন্ত্র ও জীবনের।

অয়ন মুখার্জী

Scroll to Top